আমার ভবিষ্যৎ পরিকল্পনা.........।
পেইজ সূচিপত্রঃ
- সফটওয়্যার বানাতে ইছুক
- সত্তো প্রচারের ইছা
- আমি শিক্ষা দিতে চাই
- সরকারি কলেজে জব
- টিচার হতে চাই
- আমার পড়াশোনার ইছা
আমি আসলে আমার পরিকল্পনা নিয়ে অনেক বেশি চিন্তা করে রেখেছি। আমি বর্তমানে বেকার । তবে আমি আপাতত একটি প্রতিষ্ঠানে। ডিজিটাল মার্কেটিং কোর্স করছি এই ডিজিটাল মার্কেটিং কোর্স করে আমি আউটসোর্সিং করে কিছু কাজ করতে চাই এবং এর পাশাপাশি আরো যতগুলো কাজ আছে যেমন অটোক্যাড, থ্রিড্ কোডিং, ওয়েব ডেভেলপমেন্, ওয়েব ডিজাইনিং গ্রাফিক্স ডিজাইনিং।
সফটওয়্যার বানাতে ইছুক
সত্তো প্রচারের ইছা
আমি জানি এই কাজগুলো সবগুলোই একটা আর একটার সাথে অধঃপ্রত ভাবে জড়িত, যার জন্য একটি কাজ শিখলে অন্য কাজগুলোও শিখতে সহজ হবে।
আমি শিক্ষা দিতে চাই
তাই আমি কোন কাজগুলোই ছাড়তে চাই না বর্তমানে কোটিং এর প্রচুর ডিমান্ড এবং প্রত্যেকটা কাজেই প্রায় কিছু না কিছু কোডিং থাকে যেমন ওয়েব ডিজাইনিং অ্যাপ ডেভেলপমেন্ট প্রত্যেকটা জায়গাতেই কোডিং প্রয়োজন। কোন একটি ওয়েবসাইট এর নকশাই হলো ওয়েব ডিজাইন। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমাদের ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর সামনে ওয়েবসাইট সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়। আর এটাকে বলা হয় ওয়েব ডিজাইন। আরও সহজভাবে বলা যায় যে, কোন ওয়েবসাইট এর বাহিরের রুপ দেখতে কেমন হবে তা নির্ণয় করার নাম হলো ওয়েব ডিজাইন।
সরকারি কলেজে জব
- সরকারি কলেজে জব
আমি ইংলিশে অনার্স কমপ্লিট করেছি। আমি চাই এই কাজগুলো করার মাধ্যমে আর্থিক ভাবে কিসুটা সচ্ছল হতে চাই এবং এর পাশাপাশি আমি সরকারি কলেজে পরীক্ষায় টেকার জন্য কোচিং করতে । একবার দুই বছর এর মধ্যে এক্স্যাম প্রিপারেশন নিয়ে ইনশাআল্লাহ্ আমি এনটিআরসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কলেজে জব করতে চাই ।
টিচার হতে চাই
আমি মাস্টার কমপ্লিটকরতে চাই কারন মাস্টার কমপ্লিট করলেই কেবল বাংলাদেশের পড়াশোনাটা শেষ করা যাবে। তাই আমি মাস্টার্সটা শেষ করব আর বাংলাদেশেরই না প্রোত্যেক দেশেই প্রমোশন নিতে গেলে মাস্টার্সটা অবশ্যই লাগবে।
আমার পড়াশোনার ইছা
আমার অনেক আগে থেকেই ইছা ছিলো পম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার, কিন্তু সেটা হয়ে অঠেনাই। তাই আমি আমার সেই ইছাটাকে এখন পুরণ করতে চেস্টা করবো ইনশাআল্লাহ্ পরে আমি চাই পম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চাই
শিক্ষাই আলোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url