ফ্রিল্যান্সিং জগতে অনেক গুলো সেক্টর রয়েছে যেমন
- ব্লগার ওয়েব সাইট তৈরি।
- ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট তৈরি।
- আর্টিকেল রাইটিং।
- গুগল সার্চ কনসোল অ্যানালিটিক্স।
- SEO-সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
- গুগল ম্যাপ ও গুগল মাই বিজনেস সেটআপ।
- গুগল এডসেন্স সেটআপ।
- ফেসবুক মার্কেটিং।
- অ্যাফিলিয়েট মার্কেটিং ও CPA মার্কেটিং।
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং।
- ইউটিউব মার্কেটিং।
- গুগল এডভাইসমেন্ট।
- লিড জেনারেশন টেকনিক।
- ইমেইল মার্কেটিং।
- ডাটা এন্ট্রি।
তবে এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের সেক্টর টি হল SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটি। SEO এমন একটি কাজ যেটি আপনি গুগলে যে ধরনের আর্টিকেল লিখে সার্চ দিয়ে খুঁজে পান সেটি SEO মাধ্যমে করা হয়। একটি ওয়েবসাইটের প্রত্যেকটি আর্টিকেলের যেকোনো আকটি লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে সেই ওয়েবসাইটটি সবার প্রথমে নিয়ে আসার কাজটি SEO করে থাকে। আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য গুগলে সার্চ দিবেন নিশ্চয়, আর আপনার প্রত্যেকটি প্রশ্ন লিখে গুগলে সার্চ দিলে সেই প্রশ্নের উত্তরের সাথে মিল করিয়ে আপনার ওয়েবসাইট থেকে গুগলে রান করিয়ে রাখবে। এবং আরেকটি পছন্দের সেক্টর হল অ্যাফিলিয়েট মার্কেটিং ও CPA মার্কেটিং
শিক্ষাই আলোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url