অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট-১৮টি কার্যকরী উপায়ে

অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট ১৮টি কার্যকরী উপায়ে করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনি কি জানেন, যে অনলাইনে বিভিন্ন গেম খেলে টাকা উপার্জন করা যায় তার মধ্যে লুডু খেলাটি হচ্ছে অন্যতম অনলাইন গেম আর্নিং এর জন্য।
অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট

আপনি যদি জানতে চান কিভাবে লুডু খেলে টাকা ইনকাম করবেন তাহলে আপনি নিঃসন্দেহে সঠিক ওয়েবসাইটের সঠিক আর্টিকেল পড়া শুরু করেছে। চলুন তাহলে জেনে লুডু খেলে তা কিভাবে টাকা ইনকাম করবেন তার সাথে সাথে এর ইতিহাস সম্পর্কেও।

পেইজ সূচিপত্রঃ অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট

অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট ১৮টি কার্যকরী উপায়ে

অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট বলতে আমরা আসলে বুঝেছি লুডু খেলার অনেকগুলো সফটওয়্যার বা অ্যাপ্স রয়েছে। এই অ্যাপ্সগুলি আপনি প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ডাউনলোড করে নিবেন তারপর সেখানে নির্দেশনা অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। তারপরে এই অ্যাপটি আপনাকে টাকা ইনকাম করে দেয়ার জন্য প্রস্তুত। তো চলুন দেখে নেই সেই .১৮ টি কার্যকরী অ্যাপস গুলিঃ

  1. Ludu king
  2. Ludu Empire
  3. Eware Games
  4. Skill Ludu
  5. GameZy
  6. Ludu Fantasy
  7. MPL ~ Mobile Premier League
  8. Ludu League
  9. League Supreme
  10. Ludu Hunt
  11. Rush
  12. Ludu Tez
  13. Wizo Game
  14. Ludu Premium
  15. Real11
  16. Ludu Ninja
  17. Elite Ludu
  18. 4p Ludu Pro

লুডু খেলে টাকা ইনকামের অ্যাপ গুলো কি

লুডু খেলে টাকা ইনকামের অ্যাপ গুলো হচ্ছে বর্তমান বিশ্বে সবকিছুই অনলাইনে খেলা হচ্ছে। প্রায় সব ধরনের খেলায় অনলাইন বেইজ হয়ে গেছে। অর্থাৎ আপনি যে ধরনের গেম খেলতে চান প্রায় সব ধরনের খেলা গুলি এখন অনলাইনে খেলা যায়। অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে আপনি ঘরে বসে বিভিন্ন ধরনের খেলা আপনার মোবাইল  দিয়ে অথবা

ল্যাপটপ ও ডেস্কটপে খেলতে পারবে। পৃথিবীর যেকোনো প্রান্তে বসে থেকে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খেলা বা যেকোনো ধরনের খেলায় হোক না কেন সেই খেলার নাম যদি আপনি জানেন তাহলে তা অনলাইনে সার্চ করে ওই খেলাটি নিয়ম জেনে আপনি খেলতে পারবেন। কি, ব্যাপারটা অনেক মজার না, আসলেই মজার একটা ব্যাপার সেটা হলো

বর্তমান বিশ্বে অনলাইনকে ব্যবহার করে অনেক মজার মজার গেম আমরা ঘরে বসে খেলতে পারি। তবে এই লুডু গেমটির অন্যতম একটি ভাল দিক হলো এই গেমটি খেলার সময় আপনি আপনার বন্ধুদের সাথে নিয়ে খেলতে পারবেন যেমন দুইজন ও চারজন মিলে এই গেম খেলা খুব জমে উঠে। আপনি চাইলে বিশ্বের যে কোন প্রান্তের যে কারো সাথে

এই খেলার মাধ্যমে বন্ধুত্ব তৈরি করতে পারেন কেননা এই অ্যাপ গুলিতে এডভান্স কিছু ফিচার দেয়া আছে যে ফিচারের মাধ্যমে আপনি আপনার বন্ধুর সাথে ভিডিও বা অডিও কথা বলতে পারবেন খেলা চলাকালীন অবস্থায় আবার চ্যাটও করতে পারবেন। খেলায় জিতলে আপনি ১৮ টি কার্যকরী উপায়ে অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

কিভাবে মোবাইল দিয়ে লুডু খেলে টাকা ইনকাম করবেন

কিভাবে মোবাইল দিয়ে লুডো ফিরে টাকা ইনকাম করবেন এ ব্যাপারে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল তাই আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য। আসলে আজকে আমাদের আর্টিকেলটি হচ্ছে ১৮ টি কার্যকরী উপায়ে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট। তবে আপনি যদি আগে জানেন যে মোবাইলে গেম খেলে টাকা ইনকামের জন্য কিভাবে মোবাইলে
কিভাবে মোবাইল দিয়ে লুডু খেলে টাকা ইনকাম করবেন
লুডু খেলাটি ইন্সটল করবেন সে বিষয়ে একটু ধারণা দেয়া যাক। আপনার মোবাইলে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। এবং প্লে স্টোর থেকে সার্চ বাড়ে লুডু খেলার অ্যাপগুলি ডাউনলোড করতে হবে নিচে আমরা ১৮ টি লুডু খেলার অ্যাপ সম্পর্কে বর্ণনা করবো সেখান থেকে যেকোনো একটি লুডু খেলার অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে

গেলে আপনি আপনার ওই ডাউনলোড কৃত অ্যাপ ওপেন করবেন তারপর সেখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের সময় আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার এবং সেই সাথে সাথে আপনার কোন নাম্বারে বিকাশ বা নগদ রয়েছে সে নাম্বারটিও চাইবে। বিকাশ ও নগর নাম্বার চাইলে আবার ভয় পাবেন না যে আপনার নগদ বা বিকাশ একাউন্ট

থেকে এই অ্যাপ কর্তৃপক্ষ টাকা পয়সা নিয়ে নেবে কিনা। না ভয়ের কোন কারণ নেই তা আপনার বিকাশ নগদ বা এ ধরনের পেমেন্ট কারী কোন অ্যাপ থেকে এই গেমের কর্তৃপক্ষ আপনার পারমিশন ছাড়া কোন টাকা পয়সা নিতে পারবে না। আপনার কাছে এই নাম্বার গুলি চাইবে কারণ আপনি যখন গেম খেলে জিতে যাবেন আর জিতলেই তো বুঝতে পারছেন

আপনি কিছু টাকা ইনকাম করবেন। সেই টাকাগুলো আপনি যেন আপনার বিকাশ বা রকেট একাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারেন সেজন্যই আপনার বিকাশ বা রকেটের নাম্বার গুলো দেয়া প্রয়ো। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে এবার এই গেমস টি বা এই লুডু খেলাটি খেলার জন্য প্রস্তুত। এই গেমসে বেশ কিছু অপশন বা মোড আছে যেমন মাল্টিপ্লেয়ার, কুইক মোড এবং ক্লাসিক মোর রয়েছে। এই মুড গুলির যেকোনো একটি মোড সিলেক্ট করে আপনি খেলতে পারবেন এবং 

লুডু খেলে ঘরে বসে টাকা ইনকাম এবং বিকাশে পেমেন্ট

লুডু খেলে ঘরে বসে টাকা ইনকাম এবং বিকাশে পেমেন্ট এ ব্যাপারটি সম্পর্কে অনেকেই আসলে এখনো অবগত রয়েছে। এই নিদ দুনিয়ায় এমন কোন ইনফরমেশন নেই যে আপনি সার্চ দিলে সেগুলো পাবেন না তাই সর্বপ্রথম আপনাকে জানার আগ্রহ রাখতে হবে সে সাথে সাথে কোথায় গিয়ে জানলে সঠিক তথ্য পাবেন সে বিষয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। তবে আপনি আজকে যে আর্টিকেলটি করছেন আশা করি এখান থেকে অন্ততপক্ষে লুডু খেলে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করে কিভাবে বিকাশে নিবেন তা বলতে চলে।

ইতিপূর্বে উপরে বলা হয়েছে কিভাবে লুডু গেমস টি পাবেন এবং সেটি কিভাবে ইন্সটল করবেন এবং খেলার জন্য প্রস্তুত করবেন। আসলে আপনি যখন গেমসটিক ওপেন করে বিশ্বের যে কোন প্রান্তের যে কোন বয়স ও শ্রেণী পেশা ভেবে মানুষের সাথে খেলবেন তখন আপনার মত তারাও গেমস খেলার জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করবে আর আপনি যদি খেলায় জিতে যান তাহলে সেখান থেকে যে টাকাগুলি আপনি জিতবেন সেই টাকাগুলি আপনি

যে প্রথমে রেজিস্ট্রেশন করার সময় আপনার নগদ বা বিকাশ নাম্বার দিয়েছেন সে বিকাশ নাম্বার থেকে টাকা গুলি উত্তোলন করতে পারব। আপনি মেসেজ জিতে যাওয়ার টাকাগুলি আপনার নগদ বা বিকাশ একাউন্টের ব্যালেন্সে জমা হয়ে যাবে আর আপনি চাইলেই আপনার নগদ বা বিকাশ একাউন্ট এর ব্যালেন্স উইথড্র অপশনে গিয়ে বা ক্যাশ আউট অপশন এ গিয়ে টাকা গুলি কোন এজেন্ট নাম্বার থেকে উঠে নিতে পারবেন।

লুডু গেমস খেলে টাকা ইনকামের কিছু সঠিক পদ্ধতি

লুডু খেলে টাকা ইনকামের কিছু সঠিক পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলি আপনার জানা অতীব জরুরী। আসলে এর পদ্ধতিগুলি অনেকেই জানে আবার অনেকে জানে না যারা এর আগে লুডু খেলেছে তাদের জানার কথা। এই পদ্ধতিগুলি আপনাক.১৮ টি উপায়ে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট পেতে সাহায্য করবে। চলুন সেই সঠিক পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করা যাক।

লুডু অ্যাপসে চ্যালেঞ্জ মুডে খেলাঃ লুডো অ্যাপসে চ্যালেঞ্জ মুডে খেলা বলতে যখন আপনি লুডু গেমস টি ওপেন করবেন তখন আপনি চাইলে চ্যালেঞ্জ মুডে বিশ্বের যে কোন প্রান্তের খেলোয়াড়দের সাথে খেলতে পারবেন এই মুডে খেলতে গেলে আপনাকে কিছু পরিমাণ টাকা এর মধ্যে খেলার ফী হিসেবে দিতে হবে।

লুডু অ্যাপসে প্রতিযোগিতাই অংশগ্রহণ করাঃ লুডু অ্যাপসে সাধারণভাবে খেলার একটি অপশন আছে আর সেটিকে বলা হয় নরমাল প্রতিযোগিতা। আপনি চাইলেই এই নরমাল মোট টিতে অংশগ্রহণ করে নামমাত্র কিছু প্রবেশ ফি দিয়ে যেকোনো খেলোয়াড় পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অথবা আপনার পরিচিত কোন বন্ধুদের সাথে সেটা হতে পারে দেশে বা দেশের বাইরে এভাবে খেলেও আপনি টাকা ইনকাম করতে পারেন যদি আপনি এই গেমটিতে জিতে যান।

লুডু অ্যাপসটিকে রেফারেল করে ইনকামঃ লুডো এপটিকে রেফারেল করলে আপনি চাইলেই রেফারেল করার মাধ্যমে প্রত্যেকটি লুডু এপ্স থেকে কিছু না কিছু পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং এই পয়েন্টগুলি আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে যেগুলো পরবর্তীতে টাকায় কনভার্ট হয়ে যাবে আপনি যত বেশি রেফারেল করতে পারবেন ততো বেশি রেফারেল বোনাস পাবেন আর এভাবেই রেফারেল করার মাধ্যমে আরো বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন। এই পদ্ধতিটিও অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট ১৮টি কার্যকরী উপায়ে ইনকামের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করতে পারে।

কি ভাবছেন ব্যাপারটা বেশ মজার ব্যাপার না তাইনা, হ্যাঁ আসলেই মজার একটি ব্যাপার। আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে অথবা আপনার ফেসবুক, পেজ অথবা আপনার instagram পেজ, টুইটার পেজ এ ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আপনি চাইলে শেয়ারের মাধ্যমে বন্ধুদের সাথে এই লুডু গেমসের অ্যাপসটি শেয়ার করবেন। আর আপনার বন্ধুরা যদি এই অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করে তাহলে আপনি রেফারেল বোনাস পেয়ে যাবেন।

যেভাবে লুডু খেলবেন তার সঠিক কিছু নিয়ম

যেভাবে লুডু খেলবেন তার সঠিক কিছু নিয়ম-কানুন আছে প্রায় সব দেশেই, প্রত্যেকটি দেশের মানুষ এই গেমটি খেলতে গেলে তাদের নিজস্ব কিছু নিয়মকানুন বা বিধি নিষেধ রয়েছে। তবে আজ আমি আপনাদের সাথে আমাদের দেশীয় যে নিয়মকাননে লুডু খেলা হয় সেগুলি বলতে চলেছি এতক্ষণ পোস্ট করতে করতে আপনারা হয়তো বা আমার কাছে জানতে চাইছেন যে এই খেলাটি আবার কিভাবে খেলে তাই এখন আপনাদের জন্য এই উদ্দেশ্যে আরো কিছু বলছি। এই খেলায় মোট ১৬ টি গুটি থাকে আর চারটি ঘর থাকে প্রত্যেকটি ঘরের জন্য চারটি করে গঠিনি নির্ধারণ করা থাকে আবার প্রত্যেকটি ঘরের কালার অনুযায়ী গুটির কালার গুলো মিলিয়ে বানানো হয়। ঘরের কালার গুলি লাল, হলুদ, সবুজ এবং নীল। লুডু খেলারও আবার কিছু প্রকারভেদ রয়েছে আমাদের দেশে সেটি তিন ভাগে বিভক্ত যেমনঃ
  • ঘর খেলা
  • সাপ খেলা
  • দুনিয়া ভ্রমন খেলা
ঘর খেলাঃ ঘর খেলায় অবশ্যই একসাথে চারজন বা সর্বনিম্ন দুইজন সঙ্গে নিয়ে খেলা শুরু করা যায় আর ঘর খেলায় গুটি ঘরের বাইরে বের করতে হলে প্রথমে ছক্কা দিয়ে শুরু করতে হয়। আপনার হয়তো ভাবছেন সেই ছক কাটা আবার কি এটি একটি চারকোনা একটি ডাইসের মতো যার ছয়টি প্রান্তে ছয় ধরনের ফোটা থাকে এক থেকে ছয় পর্যন্ত। ছয় ফোঁটা উঠলে আমরা সেদিকে বলি ছক্কা আর এই ছক্কা দাম দিয়েই এই ঘর খেলাটি শুরু হয় অর্থাৎ ছক্কা পড়লে আপনার গুটিটি ঘর থেকে বাইরে বের হয়ে এরপর প্রত্যেকটি দানে যা

পড়বে অর্থাৎ দুই তিন ছয় জায়গা পড়ুক না কেন সেই দানের ফোটা অনুযায়ী আপনি এক ঘর দুই ঘর এভাবে করে গুটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনাদের সুবিধার্থে আবার মনে করিয়ে দিই এই পোস্টটি কিন্তু অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট ১৮টি কার্যকরী উপায়ে ইনকামের অন্যতম একটি পদ্ধতি জানার পোস্ট। যাই হোক মূল পথে ফিরে আসি আপনার প্রতিপক্ষ দলের গুটি যদি আপনার সামনে পড়ে অর্থাৎ তার গুষ্টি যে ঘরে আছে আপনার দান যদি সে গঠির উপর গিয়ে পড়ে তাহলে প্রতিপক্ষ দলের গুটিটি কাটা পড়ে যায়। আর আপনার প্রতিপক্ষ দলের গুটিটি কাটার পরে তারা নিজ ঘরে আবার চলে যায় অর্থাৎ ছক্কা না পড়া পর্যন্ত আর চালাতে পারবে না ঘর থেকে বের করতে পারবেনা। আর আপনি কাটার জন্য একটি

কাটা দানও পাবেন সেই কাটা ধান দিয়ে আপনি আপনার গুটি চালাতে পারবেন আবার গুটি বের করতে পারবেন যদি ছক্কা পড়ে। আবার অনেক জায়গায় কাটা ধান চালাতে গেলে যে গুটি দিয়ে আপনার প্রতিপক্ষ দলের গুটি কেটেছেন সে গুটিতে চালানো যাবে না আপনাকে অন্য একটি গুটি চালাতে হবে। সে ক্ষেত্রে আপনার যদি ঘরের বাইরে আর অন্য কোন গতি না থাকে এবং কাটা দানের বাড়তি যে দামটি পেলেন আপনি সেটিতে আপনি যদি ছক্কা না তুলতে পারেন তাহলে আপনার প্রতিপক্ষ দলের ওই গুটিটি কাটা পড়বে না সে

ক্ষেত্রে বেঁচে যাবে। এভাবে চালাতে চালাতে সমস্ত ঘর অতিক্রম করে এসে আপনি আপনার নিজের ঘরে ঢুকে পড়লে আপনার নিজের ঘরে একটি শেষ সীমানা আছে। আপনার দাম তুলে যদি সেই শেষ সীমানা পেরিয়ে যান তাহলে আপনি বিজয়ী হলেন। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার ঘরে ঢোকার পরে শেষ সীমানা অতিক্রম করতে যদি তিন বা দুই পয়েন্টের প্রয়োজন হয় এবং এই তিন বা পয়েন্ট তুলেই আপনাকে আপনার সীমানা অতিক্রম করতে হবে তাহলেই আপনি বিজয় হতে পারবেন এর বেশি পয়েন্ট পড়লে কিন্তু আপনি উঠতে পারবেন না। এই ঘর খেলার মাধ্যমেই আপনি সবচেয়ে বেশি অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট এর অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারবেন।

সাপ খেলাঃ সাপ খেলার ও কিছু নিয়ম রয়েছে চলুন তাহলে জেনে নিই আমাদের বাংলাদেশ সাপ খেলার যে নিয়মগুলি রয়েছে। দুজন খেলতে পারবেন এবং এই খেলায় গুটি হবে প্রত্যেকের জন্য একটি করে। ঘর খেলে যেমন ছক্কা দিয়ে গুটি বার করতে হতো এই খেলায় কিন্তু তার উল্টো অর্থাৎ আপনাকে পয়েন্ট এক ফেলতে হবে যেটাকে আমাদের দেশের ভাষায় অনেকে পুক বলে আবার অনেকেই কানা বলে এই বুক বা কানা দিয়ে চালানোর জন্য ঘরের বাইরে বের করতে হবে।

যেহেতু এই খেলাটির নাম সাপ খেলা তাই ভাবছেন যে এই খেলা আবার সাপ কোথায় পাব এই খেলা খেলতে গেলে কি সাপ নিয়ে খেলতে বসতে হবে না মোটেও না। আপনার খেলার বোর্ডে এক পৃষ্ঠায় থাকবে ঘর খেলার জন্য চারটি ঘর এবং তার অপজিট পৃষ্ঠায় থাকবে সাপ খেলা ঘর আর সেই ঘরগুলিতে বিভিন্ন জায়গায় ছোট বড় ধরনের সাপ থাকবে। আপনি যখন ঘুটে চালাতে চালাতে সাপের মুখে পড়বেন অর্থাৎ আপনার পয়েন্ট উঠেছে ৫ সেই ৫ পয়েন্ট চালাতে গেলে পঞ্চম নম্বর ঘরটিতে

যদি সাপের মুখ থাকে আপনাকে সেখানে রাখতে হবে আর সাপের মুখে রাখতে হবে আর বুঝতেই পারছেন সাপের মুখে মানে আপনার গুটিটিকে সাপে খেয়ে ফেলেছে। সাপে খেয়ে নিলে সাপের লেজ যেখানে থাকবে আপনার ঘুড়িটি ঠিক সাপের মুখ থেকে লেজে নেমে চলে আসবে। সাপ খেলা শুধু সাপই থাকে না এ খেলাই থাকে মই আপনার পয়েন্ট শেষে যদি ময়ূর শুরুতে পড়ে গুরিটি তাহলে ময় এর উপরে আপনার গুটি চলে যাবে। এভাবে করে সমস্ত মই পেরিয়ে সাপের মুখ অতিক্রম করে আপনি যদি ১০০ নম্বর ঘর পেরিয়ে যান তাহলে আপনি জিতে গেলেন। এইসব খেলা খেলেও আপনি কিন্তু অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট ১৮টি কার্যকরী উপায়ে টাকা পয়সা আয় করতে পারবেন।

দুনিয়া ভ্রমন খেলাঃ দুনিয়া ভ্রমন খেলাটি অবশ্য একটু ব্যতিক্রমধর্মী খেলা। এই খেলাটির ঘরগুলি থাকে অনেক বড় বড় অর্থাৎ যে ঘরগুলোতে আপনি গুলি চালাবেন সেই ঘরগুলির আকারগুলি একটি বড় হয় এবং এই প্রত্যেকটি ঘর গুলিতে দুনিয়া ভ্রমণের মত কিছু ছবি থাকে কোথাও লন্ডন প্যারিস কোথাও রেল স্টেশন তো কোথাও জেলখানা। এই খেলায় ছক্কা দিয়ে যখন কোন পয়েন্ট আপনি তুলবেন সেই পয়েন্ট অনুযায়ী আপনার গুটি চালাতে হবে এবং আপনার গুটিটি যদি এমন কোন ঘরে পড়ে যেখানে আমার উপরে বর্ণিত

কিছু অংশ থাকে তখন সে অংশগুলি আপনি ঘুরে বেড়াতে পারবেন এবং সেই জায়গাগুলোর কিছু বিস্তারিত বর্ণনা জেনে নেয়ার জন্য কিছু কার্ড থাকবে এবং সেই কার্ডগুলোতে আপনার কিছু টাকা ইনকামের সুযোগ রয়েছে টাকা ইনকাম বলতে শুধুমাত্র এই খেলার জন্য কিছু টাকাও থাকবে এই খেলার বোর্ডের সাথে কিছু টাকা দেয়া হবে কিছু কার্ড দেওয়া হবে। এই খেলাতে এভাবে প্রত্যেকটি ঘরে ঘরে কিছু এমাউন্ট টাকা আপনি ইনকাম করতে পারবেন এভাবে খেলতে খেলতে আপনি বা আপনার সহ যোদ্ধারা অর্থাৎ খেলোয়াররা যে যত বেশি টাকা ইনকাম করতে পারবে এখানে সেই ফাস্ট হবে।

আসুন লুডু খেলার ইতিহাস জানি

আসুন লুডু খেলার ইতিহাস জানি যা হয়তো আমরা অনেকেই জানিনা আবার অনেকে জানার জন্য অতি উৎসুক। আপনি জেনে অবাক হবেন যে এই লুডু খেলাটি অতী প্রাচীন অর্থাৎ প্রাচীনকালে মানুষ যা যা করত যা যা মানুষকে জানানোর চেষ্টা করেছে সে প্রাচীনকালের মানুষগুলি সেগুলি তারা পাথরে বা গুহার ভেতরের পাথরে অঙ্কন করে রাখতো যাতে করে তাদের জ্ঞানগুলি, আবিষ্কারগুলি ভবিষ্যতের মানুষের কাছে পৌঁছাতে পারে। পাথরে অঙ্কিত চিত্রে এই লুডু খেলার অনুসন্ধান পাওয়া গেছে। এর মানে বুঝতেই পারছেন লুডু খেলাটি কতটা প্রাচীন।
আসুন লুডু খেলার ইতিহাস জানি
এর মানে বুঝতেই পারছেন সে প্রাচীনকালে লুডু খেলা আর বর্তমানে লুডু খেলার মধ্যে কিছুটা পার্থক্য ছিল। সেই সময়ে এই খেলাটিকে মাটিতে ঘর অঙ্কন করে অথবা কাপড়ের তৈরি ঘর বানিয়ে লুডু খেলা হতো সেই পয়েন্ট তোলার জন্য ডাইসটি পাথরের হতো যেখানে পয়েন্ট করার জন্য কিছু নির্দেশনা থাকতো। আর গুটি গুলি হত বিভিন্ন বীজ দিয়ে। অতি প্রাচীন সময়ে এই খেলাটির নাম কিন্তু লুডু ছিলনা কালের পরিবর্তনে যুগে পর যুগ পেরিয়ে

এই খেলাটির নামও বদলে গিয়েছে। তবে ইতিহাসের মতে এই খেলাটিকে কখনো চৌপদ কখনো বা পঁচিশি তো আবার কখনো কেউ চৌযা নামে ডাকা হতো। ইতিহাসের পাতা ঘেটে ঘেটে আরেকটি খবর পাওয়া গেছে সেটি হচ্ছে আফ্রিকায় এই খেলাটিকে লুডো নামে ডাকা হতো। অর্থাৎ আফ্রিকাতে এই খেলাটি লুট নামে ব্যাপক জনপ্রিয় একটি খেলা ছিল। মুঘল যুগেও এ খেলার নিদর্শন পাওয়া গেছে এবং ইতিহাসে আছে মোঘল রাজা আকবর তার শাসনামলে এই খেলাটি ভারতবর্ষে খেলা হতো। তার অন্যতম উদাহরণ আকবর বাদশা নিজেও এই

খেলাটি খেলেছেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই খেলাটি কতটা জনপ্রিয় ছিল ভারত উপমহাদেশে।   এই লুডু খেলাটি লুডু ল্যাটিন শব্দ থেকে এসেছে যেটি আমরা হয়তো অনেকেই জানিনা। লুডো শব্দের অর্থ আমি খেলি আর এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় আই প্লে। এই খেলাটি সাধারণত ইতিহাস থেকে জানা গেছে যে ষষ্ঠ শতকের অন্যতম যুগ মধ্যযুগের একটি খেলা। শোক সংবাদ এর প্রতিবেদন অনুযায়ী ছক্কা প্রাচীন রোমান সভ্যতার একটি নিদর্শন।

২৪০০ থেকে ২৫০০ খ্রিস্টপূর্ব সময়ের দিকে রাইন নদীর তীরবর্তী এলাকায় রোমান সৈন্যদের একটি আখড়া ছিল সে ঘাঁটিতে এই ছক্কার অনুসন্ধান পাওয়া যায় ২০১৬ সালে। ইতিহাস থেকে আরো জানা যায় যে ১৮৯৬ সালে ইংল্যান্ডে এই খেলাটি বেশ জনপ্রিয় ছিল সে সময় দণ্ডাকৃতির ডাইস দিয়ে পাশা খেলা হতো সেই দণ্ডাকৃতি ডাইস থেকে ঘন আকৃতির ডাইস প্রবর্তন করা হয় সেই থেকে লুডু খেলার উৎপত্। ইংল্যান্ডের রয়েল নেভি এটাকে বর্তমানে প্রচলিত রূপ বোর্ড গেমে আবিষ্কার করেন। যেটাকে বর্তমানে হিসেবে আমরা চিনে থাকে।

শেষ কথা

পরিশেষে বলা যায় যে নেট দুনিয়ায় এমন কিছু নেই যে আপনি পাবেন না আবার কোন কিছু দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় তাও আবার খেলার মাধ্যমে আপনি চাইলে সে বিষয়েও জানতে পারবেন এবং ইন্টারনেটকে কাজে লাগিয়ে নিজে বিনোদন নেয়ার পাশাপাশি  আপনার বন্ধুবান্ধবদের সাথেও আনন্দ ভাগাভাগি করে নিয়ে খেলতে পারবেন এবং নিজে ইনকাম এর পাশাপাশি অন্যদেরও ইনকাম এর সুযোগ

করে দিতে পারবে। আসলেই ইন্টারনেটের জগতে আমাদের জীবন যাপনের ধারা ও ধরন অনেকটাই সহজ হয়ে গেছে তাই আপনি চাইলে অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট নিতে পারবেন। এই খেলাটি আমরা উপরে জানতে পেরেছি যে অতি প্রাচীন ইতিহাস থেকে প্রমাণ পাওয়া অতীত পুরাতন একটি খেলা যে খেলাটি আমাদের পূর্বে আমাদের পূর্ববর্তী জাতিরাও খেলে এসেছে তাই নিঃসন্দেহে পাওয়া যায় যে এ খেলাটি অতি প্রাচীন

এবং প্রাচীনকাল থেকে এই খেলাটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আগে তো এক সময় শুধু বিনোদনের বা সময় কাটানোর খেলা হিসেবে পরিচিত ছিল এই লুডু খেলাটি। তবে বর্তমানে অনলাইনে লুডু খেলে ইনকাম বিকাশে পেমেন্ট নিয়ে টাকা উপার্জনের অন্যতম সহজ একটি মাধ্যম হয়ে গিয়েছে যেটি কি আমরা কাজে লাগিয়ে সহজেই টাকা ইনকাম করতে পারব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষাই আলোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url