বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন - Oppo কম দামে ভালো ফোন

আমি আপনাদের বাংলাদেশের সবচেয়ে কম দামে স্মার্টফোন এই আর্টিকেলে স্মার্টফোনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এবং বিভিন্ন মূল্যের স্মার্টফোন সম্বন্ধে বিস্তারিত বলতে চলেছি। সারা বিশ্ব স্মার্টফোনের হাত ধরে যুগান্তকারী পরিবর্তনের দিকে এগিয়ে গিয়েছে।
বাংলাদেশে-সবচেয়ে-কম-দামে-স্মার্টফোন
কেনোনা এই স্মার্টফোনের হাত ধরেই মানুষ মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক কোনা থেকে অন্য আরেক কর্ণারে যোগাযোগ করতে পারছে তাও আবার ভার্চুয়াল্লি। যেন প্রত্যেকটা মানুষের মুঠের মধ্যে পৃথিবীর সমস্ত খবর এক টাচে এক মুহূর্তেই।

পেজ সূচিপত্রঃ বাংলাদেশে সবচেয়ে কমদামে স্মার্টফোন

বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন

বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন পেতে হলে আপনি আমার এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে খুব সহজেই পেয়ে যাবেন কম দামে স্মার্টফোন। বর্তমানে বিশ্বের প্রত্যেকটি দেশের প্রায় প্রত্যেকটি মানুষের হাতেই স্মার্ট ফোন থাকবেই। ইন্টারনেটের ছড়াছড়ির ফলে কম্পিউটার বা ল্যাপটপের পর মানুষের হাতে হাতে মোবাইল ফোন রয়েছে। কম্পিউটার বা ল্যাপটপে যে ধরনের কাজগুলি করা যায় ঠিক সেম বৈশিষ্ট্যগুলোই আপনার হাতের মুঠোফোনে মুঠোফোন কোম্পানি ওই সমস্ত বৈশিষ্ট্য গুলি দিয়ে রেখেছে। এর পাশাপাশি একটি আরও বেশি সুবিধা জনক বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি মুঠা ফোনের সাহায্যে যেকোনো মুহূর্তেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য কোন প্রান্তের মানুষের 

সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন সেটি আবার অডিও কলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে। মোবাইল ফোন দিয়ে মানুষ অফিসের কাজ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এমনকি বিনোদনের অন্যতম উপায় হিসেবে মোবাইল কে ব্যবহার করে থাকে। কাজে মোবাইল বর্তমান বিশ্বে সবার কাছে অপরিহার্য এক জীবনের অংশে পরিণত হয়েছে। আর আপনি যদি এটিকে কিনতে চান তাহলে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলে কেমন দামের মধ্যে কি কি বৈশিষ্ট্যের মোবাইল পাওয়া যায় তা সহজে পেয়ে যাবেন তারপরও আমি আপনাদের আমার বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন আর্টিকেলের মধ্যে পুরো ইনফরমেশন দেয়ার চেষ্টা করব কম দামে কি কি ফিচার সম্বলিত মোবাইল পাওয়া যায়।

কম দামে ভালো স্মার্টফোন itel Zeno 10

কম দামে ভালো স্মার্টফোন itel Zeno 10 এই ফোনটি বর্তমান সময়ে বেশি আকর্ষণীয় একটি ফোন তার বৈশিষ্ট্যের জন্য। দুটি কালারে আপনারা পেয়ে যাবেন একটি হচ্ছে ওপাল পার্পেল এবং আরেকটা হচ্ছে ফ্যান্টম ক্রিস্টাল কালার। itel Zeno 10 এই ফোনটির স্পেসিফিকেশন নিম্নে বর্ণনা করা হলোঃ
  • ডিসপ্লেঃ এই ফোনটিতে রয়েছে ।720*1612 রেজোলিউশন পর্যন্ত সাপোর্টের ডিসপ্লে এবং 6.66 ইঞ্চির এইচডি ডিসপ্লে। এবং এটিতে 60 হার্টস রিফ্রেশ এর রেট এবং আইপিএস প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে ওয়াটার ড্রপ নচ স্ক্রিন।
  • প্রসেসরঃ এই ফোনের প্রসেসর দেয়া হয়েছে android 14 মানের অপারেটিং সিস্টেম দিয়ে এটিকে লঞ্চ করা হয়েছে। আর এর প্রসেসিং 1.8 GHz ক্লক স্পিড ইউনিসোক টি 603 একটা কোর প্রসেসর দিয়ে এটিকে তৈরি করা হয়েছে.
  • ক্যামেরাঃ এই ফোনে ডুয়েল ক্যামেরা রয়েছে এবং এর পেছনদিকে প্রাইমারি সেন্সর সহ 4 মেগাপিক্সেলের একটি ফ্ল্যাশলাইট রয়েছে এবং এর সাথে রয়েছে সেকেন্ডারি এ-আই লেন্স। আর এতে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যেটা দিয়ে আপনি অডিও ও ভিডিও কলে কথা বলতে পারবেন।
  • স্টোরেজঃ এ ফোনটিতে স্টোরেজ হিসেবে মেমোরি রয়েছে 3GB RAM আর এর ভেরিয়েন্ট হচ্ছে 5GB RAM ভার্চুয়াল RAM। এর দ্বারা 8GB RAM ( 3GB + 5GB ) পারফরমেন্স পাওয়া যায়। 4GB RAM ভেরিয়েন্ট যার সাহায্যে 8GB ভার্চুয়াল RAM দিয়ে 12GB ( 4GB + 8GB ) সম্পন্ন কার্য ক্ষমতা পাওয়া যায়।
  • ব্যাটারিঃ দশ ওয়াট ফাস্ট চার্জিং ব্যাটারি সিস্টেম রয়েছে এবং ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্টেড 5000 এম এ এইচ ব্যাটারি দেওয়া আছে।
  • 3GB/4GB RAM + 64GB স্টোরেজ = ১০০০০ টাক
  • 6.6" HD+ IPS Screen
  • Unisf T603 Processor
  • 8MP AI Rear Camera

Moto G05 স্মার্টফোনের বৈশিষ্ট্য এবং দাম

Moto G05 স্মার্টফোনের বৈশিষ্ট্য এবং দাম এ পর্যায়ে আমি আপনাদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মটোরোলার ইতিহাস, বিশ্ব বিখ্যাত একটি ব্র্যান্ড এই ব্র্যান্ড টি সর্বপ্রথম ১৯২৮ সালে তাদের যাত্রা শুরু করে এবং সে সময় তাদের নাম ছিল গ্যালভিন ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন যা ভাই পল এবং জোসেফ গ্যালভিন প্রতিষ্ঠান করেছিলেন। ইন্ডিয়ার কাছে ১৯৩০ সালে মোটোরোলা ব্র্যান্ড দিয়ে তারা রেডিও সেল করে ৩০ ডলারে। এবং এরপর মোটোরোলা ব্রান্ড টি এত বেশি সুপরিচিত হয়ে যায় যে এই কোম্পানিটি তাদের নাম পরিবর্তন করে ১৯৪৭ সালে মটোরোলা নাম দিয়েছে। ডক্টর মার্টিন কুপার 1973 সালে একটি বড় প্রোটোটাইপের মত মডেল এর একটি মোবাইল ফোন আবিষ্কার করেন এবং 
Moto-G05-স্মার্টফোনের-বৈশিষ্ট্য-এবং-দাম
প্রথমবারের মতো এটি দিয়ে ব্যক্তিগত কল করা হয়েছিল। এবং এরপর থেকেই মোটোরোলা কোম্পানি মোবাইল ফোন থেকে হ্যান্ডসেট এবং পরবর্তীতে স্মার্টফোন আবিষ্কার করে বাজারজাত করা শুরু করেছিল। "Clam phone" নামে একটি ফোন ১৯৯০ সালে এই কোম্পানিটি বানিয়েছিল। এরপর ২০০৪ সালে প্রথমবারের মতো মোবাইল ফোন "Brick Phone" DaynaTac, এবং "filp phone" MicroTac বানিয়েছিল। এবং এরা ২০০৯ সালে স্মার্টফোন আবিষ্কার করে গুগল এর ওপেন সোর্স এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 2.0 "Eclair" the Motorola Droid নাম দিয়ে স্মার্ট ফোন বাজারজাত করা শুরু করেছিল। এবার চলুন Moto G05 স্মার্টফোনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই।
Moto G05 স্মার্টফোনের স্পেসিফিকেশনঃ
  • Media Tek Helio G81 Extreme
  • 6.67" HD + 90Hz Screen
  • 18W 5200mAh Battery
  • 50 MP Back Camera
  • 8MP Font Camera
  • 4GB RAM + 64GB স্টোরেজ=১২০০০ টাকা
  • ডিসপ্লেঃ Moto G05 স্মার্টফোনে রয়েছে 90Hz , 1000 স্বচ্ছ ব্রাইটনেস, এবং ওয়াটার টাচ ফিচারসহ থ্রি লেয়ারের গোরিলা গ্লাস। এবং এর ডিসপ্লে হচ্ছে 6.67 ইঞ্চি HD+ ।
  • প্রসেসরঃ এই ফোনের এন্ড্রয়েড 15 পর্যন্ত কাজ করার সক্ষমতা রাখে। এই ফোনটিতে সহজে ভাইরাস আক্রমণ করতে পারবে না কেননা এতে দেয়া হয়েছে দুই বছরের সিকিউরিটি আপডেট। আর এতে রয়েছে  Media Tek Helio G81 Extreme ৪ কোর প্রসেসর সেটাপ করা হয়েছে।
  • ক্যামেরাঃ এ ফোনটিতে রয়েছে নাইট ভিশন এবং পোর্ট্রেট মোড সম্বলিত 50MP ব্যাক ক্যামেরা। এবং এতে সেলফি ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে 8MP ক্যামেরা।
  • ব্যাটারিঃ এতে রয়েছে 18W সম্বলিত ফাস্ট চার্জিং এবং 5200mAh ব্যাটারি। আর এই মোবাইলটি একবার চার্জ করলে অন্ততপক্ষে দুই দিন ব্যাটারির ব্যাকআপ পাওয়া যাবে।

itel A80 স্মার্ট ফোনের স্পেসিফিকেশন

itel A80 স্মার্ট ফোনের স্পেসিফিকেশন এবং এর দাম ও বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই ফোনটি বেশ কয়েকটি কালারের সাথে বাজারে এসেছে কালারগুলো হচ্ছে স্যান্ডস্টোন্ড ব্ল্যাক, গ্লেসিয়ার হোয়াইট এবং ওয়েব ব্লু। এই ফোনের আরো বিস্তারিত বর্ণনা নিম্ন তুলে ধরা হলোঃ
  • Android 14 Go
  • Unisoc T603 Processor
  • 6.67" 120Hz IPS Screen
  • 50MP Back Camera
  • 10W 5000mAh Battery
  • 4GB RAM + 128GB স্টোরেজ=৯৯৯০ টাকা
  • ডিসপ্লেঃ এই ফোনের ডিসপ্লের সাইজ 6.67 ইঞ্চি এবং 720*1600 পিক্সেলের রেজুলেশন এর  ভিডিও এবং ইমেজ কোয়ালিটি সাপোর্টেড HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ১২০ হার্জ আইপিএস প্যানেল দেয়া হয়েছে যার ফলে স্বচ্ছ ভিজুয়াল দেখা যাবে এই ফোনে।
  • প্রসেসরঃ এই ফোনটির প্রসেসর কে অন্যান্য ফোনের চাইতে বেশ ভালো করার জন্য 1.6 গিগাহার্জ ক্লক স্পিড "Unisoc T603" অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটি android 14 ফিচার সম্বলিত android Go সিস্টেম থাকার ফলে এটি বিভিন্ন অ্যাপ গুলো সহজে ইন্সটল করা যায় এবং কম জায়গা দখল করে যার ফলে ইন্টারনেট ও ব্যাটারি খরচ কম হয়।
  • ক্যামেরাঃ স্বচ্ছ ফটোগ্রাফি করার জন্য এতে ডুয়েল ব্যাক ক্যামেরা দেয়া হয়েছে। এবং পেছনে এলইডি ফ্ল্যাশ লাইটসহ ৫০ মেগাপিক্সেল একটি ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে এবং এতে রয়েছে এ-আই লেন্স। এবং এর পাশাপাশি এই ফোনে সেলফি ক্যামেরা দেয়া হয়েছে 8MP ।
  • ব্যাটারিঃ এবং এ ফোনটিতে ফাস্ট চার্জিং হিসেবে দশ ওয়াটের আপডেটেড চার্জিং সিস্টেম এবং ব্যাটারি দেয়া হয়েছে 5000mAh 
আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এই ফোনটিকে ধুলো এবং পানি থেকে সুরক্ষার জন্য আইপি ৫৪ রেটিং পেয়েছে। আর এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেসলক এর মত বহুমাত্রিক ফিচার যুক্ত করা হয়েছে।

কম দামে ভালো স্মার্টফোন Redmi A3

কম দামে ভালো স্মার্টফোন Redmi A3 সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন আবার বৈশিষ্ট্য গুলো সম্বন্ধেও। এই মোবাইলটি তিনটি কালার দিয়ে মার্কেটে লঞ্চ করা হয়েছে আর কালার গুলো হচ্ছে Midnight Black, Olive Green এবং Lake Blue. রেডমি মোবাইল এর প্রত্যেকটি সিরিজি জনগণের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবং কেউ যদি দেখে যে রেডমি সিরিজের মোবাইল গুলো বাজারে এসেছে তাহলে অনেকেই ভিড় করে এই মোবাইলের ফিচারগুলো দেখার জন্য এবং কেনার জন্য, তো চলুন তাহলে নিচে এই মোবাইলের ফিচারগুলো বর্ণনা করি।
  • Android 13 Go Edition
  • 6.71" HD+ 90Hz Screen
  • MediaTek Helio G35
  • 10W 5000mAh Battery
  • 8MP back & Font 5MP Camera
  • 4GB + 64GB = 10999 টাকা 
  • 6GB + 128GB = 12999 টাকা
  • ডিসপ্লেঃ Redmi A3 এই এন্ড্রয়েড মোবাইলে স্ক্রিন রেজোলিউশন 1650*720 পিক্সেলসহ 90Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস 3 সম্বলিত 6.71 ইঞ্জির HD+ LCD সলিড ডিসপ্লে দেয়া হয়েছে।
  • প্রসেসরঃ এই ফোনটিতে 2.2 GHz ক্লক স্পিড এবং ১২ nm এর MediaTek Helio G36 অক্টাকোর প্রসেসর দেয়া হয়েছে। এর পাশাপাশি এই ফোনটিতে Android 13 Go Edition দেয়া হয়েছে। এবং এই মোবাইলের গ্রাফিক্সের জন্য IMG পাওয়ারVR GE8320, 680GHz GPU দেয়া আছে। আর এই ফোনটির স্টোরেজকে 1TB পর্যন্ত বর্ধিত করা যাবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে।
  • ক্যামেরাঃ পারফেক্ট ছবি তোলার জন্য এই ফোনটিতে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সহ এফ/২.০ সেন্সর যুক্ত করা হয়েছে এবং এর সাথে সেকেন্ডারি এআই লেন্স স্থাপন করা হয়েছে আর ভিডিও কলে কথা বলার জন্য এবং সেলফি ক্যামেরার জন্য ৫ মেগাপিক্সেল সামনের ক্যামেরা দেয়া হয়েছে।
  • Redmi A3 স্মার্টফোনটিতে 10W এর ফাস্ট চার্জিং সম্মিলিত 5000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এ ফোনটিতে চার্জ করার জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করা হয়েছে।
এই ফোনে সাইডের একটা বাটনে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ব্লুটুথ 5.0, এফ এম রেডিও, ডুয়েল "4G VOLTE"।

LAVA 02 স্মার্ট মোবাইলের দাম কত

LAVA 02 স্মার্ট মোবাইলের দাম কত, কি কি ফিচার রয়েছে এবং কেন এই মোবাইল কিনবেন এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই ফোনটির চমৎকার ফিচারের সাথে চমৎকার কালারও রয়েছে  আর তিনটা কালারে বাজারে বের হয়েছে। কালারগুলো হল " Imperial Green, Majestic Purpel Royal Gold"। কালার গুলো যেমন দেখতে সুন্দর ঠিক তেমনি আকর্ষণীয় ও স্মার্ট যেমনটি বর্তমান দুনিয়ায় সবার পছন্দের দিকে খেয়াল করে কোম্পানি এই কালার গুলি সহকারে ফোনটিকে বাজারজাত করেছে। চলুন তাহলে নিম্নে এর বৈশিষ্ট্য গুলো বিস্তারিত দেখে নেইঃ
  • Unisoc T616 Processor
  • 6.5" HD+ 90Hz Screen
  • 8GB RAM + 128GB ROM
  • 18W 5000mAh Battery
  • 50MP Back Camera & Selfie Camera 8MP
  • 8GB RAM + 128GB স্টোরেজ = 12000 টাকা
  • প্রসেসরঃ এই মোবাইলের প্রসেসর হচ্ছে "Unisoc T616 Processor" এবং এর সাথে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের "Android 13" ভার্সন। আর এই ফোনের র‍্যাম হচ্ছে  8GB RAM এবং স্টোরেজ হচ্ছে 128GB"। LAVA 02 মোবাইলটিতে এক্সপেন্ডেবল 8GB RAM সাপোর্ট করে অর্থাৎ এই ফোনটিতে আপনি টোটাল 16GB পর্যন্ত র‍্যাম এর মত পারফরম্যান্স পাবেন।
  • ডিসপ্লেঃ এই ফোনটিতে 90Hz রিফ্রেশের রেট এর 720*1600 পিক্সেল রেজোলিউশন এবং 269 PPI Density পিক্সেল সাপোর্টেড 6.5 ইঞ্চির HD+ স্ক্রিন দেয়া হয়েছে। এই ফোনটিকে স্মার্ট ও আকর্ষণীয় করার জন্য সেলফি ক্যামেরাটিকে ডিসপ্লের একদম উপরে স্ক্রিনের মধ্যখানে দেয়া হয়েছে।
  • ক্যামেরাঃ এই ফোনটিকে ফটোগ্রাফি এক্সপার্ট এর মত করার জন্য ডুয়েল ব্যাক ক্যামেরা দেয়া হয়েছে। এবং এই ক্যামেরাকে অন্ধকারে ভালো ছবি দেয়ার জন্য এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা দেয়া হয়েছে। আর ভিডিও কলে কথা বলার জন্য এবং সেলফি ছবি তোলার জন্য 4 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে।
  • ব্যাটারিঃ 18w ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেয়া হয়েছে। এর ফলে দ্রুত চার্জ হবে এবং একবার চার্জ হলে অনেকক্ষণ চার্জ ব্যাকআপ দিতে সক্ষম।

ভালো স্মার্ট মোবাইল POCO C61 দাম কত

ভালো স্মার্ট মোবাইল POCO C61 দাম কত, কয়টি কালারের মোবাইলটি বাজারে এসেছে এবং কি কি বৈশিষ্ট্য রয়েছে এ বিষয়ে আলোচনা করা হবে। এই মোবাইলটি Ethereal Blue, Diamond Dust ও Mystical Green কালারে বাজারে পাওয়া যাচ্ছে। এই মোবাইলটি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর সাথে রয়েছেন দারুন প্রসেসর এবং ব্যাটারি ও ক্যামেরা এর পাশাপাশি রয়েছে সুন্দর আধুনিক যুগোপযোগী স্ক্রিন পাওয়া যাচ্ছে। আরো কিছু সুবিধা আর তা হচ্ছে 4GB RAM + 64GB স্টোরেজ এবং আরেকটি 8GB RAM + 128GB স্টোরেজ । এছাড়াও আরো অনেক ফিচার রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে নিম্নে শেয়ার করতে চলেছিঃ
  • Android 14 OS
  • 6.71" HD+ 90Hz Screen
  • Media Tek Helio G36
  • 10W 5000mAh Battery
  • 8MP Back + 5MP Font Camera
  • 4GB RAM + 64GB স্টোরেজ = 10000 টাকা
  • ডিসপ্লেঃ এই ফোনটিতে  স্ক্রিন সাইজ হচ্ছে 720*1650 পিক্সেল রেজোলিউশন এবং90Hz স্ক্রিন রিফ্রেস রাইট, 180GHz টাচ সেন্সর সম্বলিত 6.71" ইঞ্চির IPS LCD HD+ অসাধারণ ডিসপ্লে দেয়া হয়েছে। আর এই মোবাইলটিতে অন্যান্য মোবাইলের চেয়ে বেশ সুন্দর ব্রাইটনেসের আপডেট করা হয়েছে আর তা হচ্ছে "৫০০"। আর এর স্ক্রিনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3
  • প্রসেসরঃ অপারেটিং সিস্টেম Android 14 OS ভার্শন দেয়া হয়েছে এবং প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে 2.2GHz ক্লক স্পিড সম্পন্ন Media Tek Helio G36 এর অকটা কর প্রসেসর দেয়া হয়েছে। এবং এই ফোনে আরেকটি অন্যান্য ফিচারের মধ্যে দেয়া হয়েছে গ্রাফিক্সের জন্য ইমেজিং PowerVR দেওয়া হয়েছে।
  • ক্যামেরাঃ POCO C61 এই স্মার্ট ফোনটিতে ছবি তোলার জন্য ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। যাতে রয়েছে এফ/2.0 অ্যাপাচারসহ 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেয়া হয়েছে এবং আরেকটি ফিচার যুক্ত রয়েছে আর সেটি হচ্ছে এস-আই সেনসর। এবং এর পাশাপাশি ভিডিও কলে কথা বলার জন্য ও সেলফি ক্যামেরার জন্য সামনে ক্যামেরা দেয়া হয়েছে 5 মেগাপিক্সেল।
  • ব্যাটারিঃ POCO C61 স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যাকআপের জন্য ব্যাটারি দেয়া হয়েছে 5000mAh ব্যাটারি এবং USB-C পোর্ট এছাড়াও 10W আপডেটেড চার্জিং সিস্টেম। এই ব্যাটারির একটি বিশেষত্ব সেটি হচ্ছে এ ব্যাটারিটিকে উই্কেন্ড ব্যাটারি নামে প্রচার করা হয়েছে এর মানে হচ্ছে এতে দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ পাওয়া যায়বে।

Oppo কম দামে ভালো ফোন

Oppo কম দামে ভালো ফোন সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো এবং এই কোম্পানিটি কখন, কিভাবে আমাদের মোবাইল ফোন কোম্পানি হয়ে উঠল সে বিষয়ে আলোচনা করব অর্থাৎ কিছুটা  এর ইতিহাস নিয়ে আলোচনা করব। Oppo নামক এই ব্র্যান্ড টি সর্বপ্রথম 2001 সালে চীনে ব্যবসায়িক প্রতিষ্ঠান নামে তারা নিবন্ধন করেন এবং ২০০৪ সালে এদের ব্যবসায়ী কার্যক্রম শুরু চীনের ডংগন শহরে এবং এই কোম্পানির প্রতিষ্ঠাতা নাম হচ্ছে টনি চেন, ডুয়ান ইয়ংপিং ও জিন লেকিন। এই কোম্পানিটি 2005 সালে সর্বপ্রথম Oppo X3 MP3 প্লেয়ার আবিষ্কার করেন এবং এই ডিভাইসটি আনুমানিক ৫০ টিরও বেশি দেশে ব্যবসা করে।

এবং Oppo কোম্পানিটি ২০০৮ সালে সর্বপ্রথম তাদের স্মার্টফোন বাজারে ছাড়ে। এরপর 2016 সালে এই কোম্পানিটি সর্ববৃহৎ স্মার্ট ফোন ম্যানুফ্যাকচারকারী কোম্পানি হিসেবে চীনে প্রতিষ্ঠিত হয়। এবং এই কোম্পানিটির খুচরা বিক্রয় কেন্দ্র রয়েছে 2 লাখেরও বেশি। Oppo কোম্পানিটি 2019 সালে চীনের সর্ববৃহৎ স্মার্টফোন ব্র্যান্ড ছিল। আর এই কোম্পানিটি এতসব বড় বড় অর্জন নিজেদের করে নিতে পেরেছিল কেননা তারা তুলনামূলক কম দামি ভালো বৈশিষ্ট্যযুক্ত মোবাইল বাজারে ছাড়তে পেরেছিল। বিশেষ করে তাদের সেল্ফি ক্যামেরার জন্য এই ব্র্যান্ডটি বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

কম দামে ভালো স্মার্টফোন Oppo A16

কম দামে ভালো স্মার্টফোন Oppo A16 এই ফোনটি মাত্র দুই মাস আগে বাজারে এসেছে। এই ফোনটির দাম Oppo ব্র্যান্ডের মধ্যে বর্তমানে বাজারে পাওয়া সবচাইতে কম দামে ভালো মানের স্মার্ট মোবাইল ফোন। এই ফোনটিতে রয়েছে অসাধারণ ফিচার আর তা হচ্ছে কাস্টমারদের চোখের যত্নের কথা চিন্তা করে কোম্পানি এ ফোনটিতে দিয়েছে আই-কেয়ার ফিচার, যার ফলে আপনার চোখের কোন ক্ষতি হবে না। এতে দেয়া হয়েছে ৬.৫২ ইঞ্চির বড় একটি এলসিডি ডিসপ্লে প্যানেল। এত কম বাজেটের ভিতরেও 
কম-দামে-ভালো-স্মার্টফোন-Oppo-A16
এই ফোনটিতে দেয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এর মত স্মার্ট প্রযুক্তি যা আপনার ফোনকে সব সময় সবার থেকে নিরাপদে রাখবে। চলুন তাহলে আরো বিস্তারিত জেনে নেই এই ফোনটির বৈশিষ্ট্য সমূহ।
  • Android v11
  • Media Tek Helio G35
  • 3GB RAM + 32GB স্টোরেজ
  • 6.52 Inchi HD+ Eye care 60Hz ডিসপ্লে
  • 18W 5000mAh Li-Poly Battery
  • 3GB RAM + 32GB = 13490
  • ডিসপ্লেঃ এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 6.52 Inchi HD+ IPS LCD সম্বলিত একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লের রেজোলিউশন হচ্ছে 720*1600 পিক্সেল, আর ডিসপ্লের ধরন হচ্ছে IPS LCD ডিসপ্লে। এবং এর রেফ্রেসিং রেট হচ্ছে 60Hz আর এতে রয়েছে মাল্টি কন্ট্রোল টাচ সিস্টেম। আর এর গ্লাসটি হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস।
  • প্রসেসরঃ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড v11 ভার্শন এবং এতে প্রসেসর ইউজ করা হয়েছে Media Tek Helio G35 এর মত শক্তিশালী প্রসেসর এবং Octa core 2.3GHz ক্লক স্পিড রয়েছে এতে। আরে ফোনটিতে 3GB RAM এবং 64GB স্টোরেজ দেয়া হয়েছে এবং এই ফোনটিতে ভালো ইমেজিং এর জন্য গ্রাফিক্স দেয়া হয়েছে "PowrVR GE820"।
  • ক্যামেরাঃ এতে দেয়া হয়েছে 13 মেগাপিক্সেলের তিনটি ফুল সেটআপ সেটিং ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়ে ভালো ছবি তোলার জন্য এবং আরো দুটি ২ মেগাপিক্সেলের  ক্যামেরাগুলো হচ্ছে ম্যাক্রো ও ডেপথ সেন্স্র এর জন্য দেয়া হয়েছে। এবং সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে যেটির মাধ্যমে ভিডিও কল এবং ছবি তোলা সম্ভব।
  • ব্যাটারিঃ এ ফোনটিতে ব্যাটারি দেয়া হয়েছে লিথিয়াম পলিমার ( Lithium Polymer) এর 5000mAh ব্যাটারি। এবং এটিকে দ্রুত চার্জ করার জন্য দেয়া হয়েছে 18W সম্বলিত দ্রুত ফাস্ট চার্জিং এর জন্য একটি চার্জার আর চার্জারের ধরণ হচ্ছে "USB-C 2.0"।

লেখকের মন্তব্যঃ বাংলাদেশে সবচেয়ে কমদামে স্মার্টফোন

বর্তমান বিশ্বে মোবাইল ছাড়া যেন প্রত্যেকটা মানুষই অচল জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বর্তমানে মোবাইল ব্যবহার করে থাকি। অফিসিয়াল কাজ থেকে শুরু করে দেশের এক প্রান্ত থেকে অন্য এক প্রান্ত এমনকি পৃথিবীর এক কর্নার থেকে অন্য আরেকটি প্রান্তরে মানুষের সাথে ভার্চুয়ালি🔍 যোগাযোগ করার জন্য আমরা এই মোবাইল ফোনকে ব্যবহার করে থাকি। এই মোবাইল ফোনকে মিনি কম্পিউটারের মতো করে তৈরি করা হয়েছে কাজে বুঝতে পারছেন কম্পিউটারের যত সমস্ত কাজ সব এই মোবাইল ফোন দিয়ে করা সম্ভব যা থাকবে আপনার হাতের মুঠোয় অথবা পকেটে। বর্তমানে বাজারে বিভিন্ন 

রেঞ্জের ভিতরে বিভিন্ন সব ফিচারের মোবাইল পাওয়া যাবে। তবে তার মধ্যে কোনটি ভাল হবে সে বিষয়ে আমারবাংলাদেশে সবচেয়ে কমদামে স্মার্টফন আর্টিকেলে আপনাদের বলে দেয়া হয়েছে আপনারা চাইলে আমারে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পুরোটাই পড়লে কেমন দামের ভিতরে কেমন যাচ্ছে তা নিঃসন্দেহে পেয়ে যাবেন। তবে আমার মতে Moto G05 এই মন স্মার্টফোনটি তুলনামূলক প্রাইসের মধ্যে RAM অস্টোরেজ সব দিক দিয়ে খুব ভালো পারফরমেন্স সম্বলিত একটি মোবাইল হবে, আপনার চাইলে এই ফোনটি কিনতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষাই আলোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url